• Ea eam labores imperdiet, apeirian democritum ei nam, doming neglegentur ad vis. Ne malorum ceteros feugait quo, ius ea liber offendit placerat, est habemus aliquyam legendos id.
  • Ea eam labores imperdiet, apeirian democritum ei nam, doming neglegentur ad vis. Ne malorum ceteros feugait quo, ius ea liber offendit placerat, est habemus aliquyam legendos id.
  • Ea eam labores imperdiet, apeirian democritum ei nam, doming neglegentur ad vis. Ne malorum ceteros feugait quo, ius ea liber offendit placerat, est habemus aliquyam legendos id.

Sunday, 9 January 2011

অনলাইনে আয় করুন টুইটারের মাধ্যমে


টুইটার হচ্ছে সবচাইতে দ্রুত বর্ধনশীল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট পশ্চিমা দেশগুলোতে দিন দিন এর কদর বেড়েই চলেছে টুইটারের বৈশিষ্ট্য হচ্ছে এর মাধ্যমে সর্বোচ্চ ১৪০ ক্যারাক্টারের মাধ্যমে স্ট্যাটাস প্রকাশ করা যায় এজন্য একে মাইক্রোব্লগিং সাইটও বলা হয় এই মাইক্রোব্লগিং এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে টুইটারের স্ট্যাটাস এর মাধ্যমে অতি সংক্ষেপে গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রকাশ হচ্ছে ফলে একজন একইসাথে অনেকের তথ্য শেয়ার করতে পারছেন। পাশ্চাত্যের অফিসগুলোতে টুইটার এখন নিয়মিত ব্যবহার হচেছ এসএমএস বা ফোন কলের বদলে এখন এশটিমাত্র স্ট্যাটাসের মাধ্যমে অফিসের সকল কর্মীকে নির্দেশ দেয়া যাচ্ছে বড় বড় কোম্পানীগুলো তাদের নিত্যনতুন অফারের খবর টুইটারের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌছে দিচ্ছে
এবার টুইটারে ব্যবহৃত কতগুলো টার্মের মানে জেনে নেয়া যাক
ফলোইংঃ আপনি যাদের স্ট্যাটাস ফলো করবেন তারা হচ্ছে আপনার ফলোইং। তাদের সমস্ত স্ট্যাটাস আপনি আপনার হোমপেজে দেখতে পাবেন
ফলোয়ার আপনার স্ট্যাটাস যাদের হোমপেজে প্রকাশিত হবে তারা হচেছ আপনার ফলোয়ার ফলোয়ররাই হচ্ছে টুইটারের প্রাণ আপনার যতবেশী ফলোয়ার থাকবে আপনার স্ট্যটাস ততবেশী মানুষের কাছে পৌছাবে এখানে একটি বিষয় উল্লেখযোগ্য, আপনার সকল ফলোইং কিন্তু আপনার ফলোয়ার নয় ফেসবুকের সাথে টুইটারের মৌলিক পার্থক্য হচ্ছে এই জায়গায়, আপনি শুধুমাত্র অন্যকে ফলো করতে পারবেন আপনাকে ফলো করা ব্যক্তির ইচ্ছা অর্থা আপনি আপনার ইচ্ছামতো কাউকে ফলোয়ার বানাতে পারবেন না আপনি শুধুমাত্র অন্যকে ফলো করতে পারেন
টুইটঃ টুইটারে স্ট্যাটাস আপডেটকে টুইট বলা হয় ১৪০ ক্যারাক্টারের মধ্যে আপনার টুইট প্রকাশ করতে হবে আর প্রতি টুইটে আপনি কোন লিংক যুক্ত করতে পারবেন এই লিংকের মাধ্যমে আপনি আপনার ব্লগ বা পণ্যের প্রচারণা চালাতে পারবেন এভাবে প্রতি টুইটের মাধ্যমে আপনার ব্লগ বা পণ্যের খবর পৌছে যাবে আপনার সম্ভাব্য পাঠক অথবা ক্রেতাদের কাছে
টুইটারে সফলতা পেতে হলে
টুইটারের মাধ্যমে যদি আপনার আয় বৃদ্ধি করতে চান তাহলে প্রথম যে কাজ করতে হবে তা হচ্ছে ফলোয়ার বৃদ্ধি করা কারণ আপনার ফলোয়ার যত বেশি হবে আপনার টুইটে সংযুক্ত লিংকে ক্লিক পড়ার সম্ভাবনা ততই বাড়বে কিন্তু আপনি নিজে সরাসরি কাউকে ফলোয়ার বানাতে পারবেন না এজন্য আপনাকে অন্যকে ফলো করতে হবে সাধরণত যাকে ফলো করবেন সেও আপনাকে ফলো করতে পারে কিন্তু করবেই এমন কোন নিশ্চয়তা নেই আপনি ব্যক্তির নাম দিয়ে সার্চ দিতে পারেন এই নামের যাকে পাবেন তাদেও সবাইকে ফলো করতে পারেন সবচাইতে ভালো হয় আপনার ব্লগ যে বিষয়ের উপর অথবা আপনার অনলাইন বিজনেস যে বিষয়ের উপর বিষয় সার্চ অপশনে গিয়ে সার্চ করুন সার্চ রেজাল্টে যাদের নাম এবং স্ট্যাটাস আসবে তাদের সবাইকে ফলো করেন কিন্তু এভাবে সার্চ করে ফলো করা বেশ ঝামেলার কাজ এজন্যে বিভিন্ন সাইট রয়েছে যেখান থেকে সহজে আপনার বিষয়ে আগ্রহীদেরকে ফলো করতে পারবেন
আপনি ২০০০ জনকে কোন ঝামেলা ছাড়াই ফলো করতে পারবেন কিন্ত ২০০১তম জনকে ফলো করতে হলে আপনাকে সর্বনিম্ন ১৮৫০ জন ফলোয়ার বানাতে হবে এজন্যে আপনি যাদেরকে ফলো করেছেন কিন্তু ওরা আপনাকে ফলো করেনি তাদেরকে আনফলো করে ফেলবেন একাজের জন্যেও বিভিন্ন সাইট রয়েছে যেখান থেকে সহজেই আনফলো করতে রবেন কিন্তু আনফলো করার আগে অন্তত - দিন সময় দিতে হবে যাতে সে আপনাকে ফলো করার পর্যাপ্ত সময় পায়
আপনার টুইটের প্রতি ফলোয়ারদের আকৃষ্ট করতে মানসম্মত টুইট প্রকাশ করুন আপনার প্রতিটি এডের মধ্যে কমপক্ষে দুইটি মানসম্পন্ন টুইট দিন মানসম্পন্ন টুইট হতে পারে সর্বশেষ কোন খবর, গুরুত্বপূর্ণ কোন টিপস, অথবা গুরুত্বপূর্ণ কোন তথ্য।
আর নিয়মিত টুইট প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের অটোপাইলট ব্যবহার করতে পারেন যেমন টুইটরবট, এর মাধ্যমে আপনি সর্বো ১০ টি টুইট সেভ করে রাখতে পারবেন যেগুলো র‌্যান্ডমলি প্রতি ঘন্টা পরপর প্রকাশ হতে থাকবে
অ্যাডসেন্স, টুইটারেও?না টুইটারে অ্যাডসেন্স প্রকাশ করা যায় না কিন্তু অ্যাডসেন্সের মতো পে পার ক্লিক সার্ভিস টুইটারেও আছে একমাত্র বিশ্বস্ত সাইট হচ্ছে revtwt এই সাইট থেকে আপনি পছন্দমতো এড সিলেক্ট করে প্রকাশ করতে পারবেন প্রতি ক্লিকের জন্যে পাবেন সর্বনিম্ন সেন্ট থেকে সর্বোচ্চ ২০ সেন্ট পর্যন্ত
টুইটার অ্যাকাউন্টে সর্বনিম্ন ৫০ জন ফলোয়ার যদি থাকে তাহলে প্রতিদিন টি করে এড প্রকাশ করতে পারবেন আর সর্বোচ্চ ১০ টি টুইটার অ্যাকাউন্টে এড প্রকাশ করতে পারবেন
সেই ক্লিকগুলো পেতে হবে এডভারটাইজার কর্তৃক নির্দিষ্ট কিছু দেশ থেকে প্রধানত ইউএসএ থেকে মিনিমাম পেআউট হচ্ছে ২০ ডলার , যদি আপনার পেপাল অ্যাকাউন্ট থাকে আর যদি পেপাল অ্যাকাউন্ট না থাকে তাহলেও চিন্তার কিছু নেই আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স ১০০ ডলারে পৌছালে অ্যাডসেন্স এর মতো স্ট্যান্ডার্ড মেইলের সাহায্যে চেক পাঠিয়ে দেবে

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by netdohoa | Support for this Theme dohoavietnam