Saturday, 8 January 2011
ঘরে বসে টাকা আয়
আপনি বহু বিজ্ঞাপন-প্রচারনা শুনেছেন ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসেই লক্ষ টাকা উপার্জন করা যায়। ঠিক কিভাবে সেটা এখনো বুঝে ওঠেননি। আপনার আগ্রহ পুরন করার জন্যই এই লেখা। এখানে যে ঠিকানা উল্লেখ করা হয়েছে ঠিক সেখানেই, এই কাজই করতে হবে এমন কথা নেই। এধরনের আরো অনেক যায়গা, অনেক পদ্ধতি রয়েছে যা থেকে মাসে হাজার ডলার আয় করা সম্ভব।
যা করতে হবে তা হচ্ছে,<
1. একটা পে-পল একাউন্ট করুন। http://paypal.com
2. ইন্টারনেটের ব্যবহার নিশ্চিত করুন। ধরে নিচ্ছি সেটা আপনার আছে।
3. কিছু সময় বের করুন। দিনে ১ ঘন্টা হলেই চলবে।
যারা টাকা দেবে তাদের কারো সাথে যোগাযোগ করুন। এখানে একটি ওয়েব এড্রেস উল্লেখ করা হচ্ছে। আবারও মনে করিয়ে দেই, এধরনের আরো ঠিকানা ইন্টারনেটে খুজে পাবেন।
http://www.myhpf.co.uk/banner.asp?Friend=410879
এই ওয়েবে রেজিষ্টার করুন। নিজের ইমেইল ব্যবহার করতে পারেন। এরা সাধারনত বিরক্তিকর মেইল পাঠায় না।
তারা কেন টাকা দেবে সেটা জেনে নিন। ইন্টারনেটে বিভিন্ন লিংকে ক্লিক করলে টাকা দেয় সেই লিংকের মালিক। তারা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে এবং প্রতি ক্লিকে যে টাকা পাওয়ার কথা তার অর্ধেক আপনাকে দেবে। এধরনের এডসেন্স বিজ্ঞাপনে ক্লিক করলে প্রতি ক্লিকের জন্য ০.০৫ ডলার থেকে শুরু করে ০.৫০ ডলার পর্যন্ত পাওয়া যায়। তাদের কাছে রেজিষ্টার করার পর কি করতে হবে তা তারাই বলে দেবে।
টাকার হিসেবটা আরেকবার ঝালাই করে নেয়া যাক। আপনি মাসে ১৫০০ ডলার আয় করতে চান। যদি প্রতি ক্লিকে ০.১০ ডলার দেয়া হয় তাহলে হাজার ডলার আয়ের জন্য আপনাকে ১৫,০০০ ক্লিক করতে হবে।
ভাবছেন এত ক্লিক করবেন কখন ? হিসেবটা আরেকবার দেখুন।
১৫,০০০ কে ৩০ দিয়ে ভাগ করুন। প্রতিদিন আপনাকে ৫০০ ক্লিক করতে হবে।
অল্প গতি ইন্টারনেট ব্যবহার করলেও একটি লিংক বের করে ক্লিক করতে ১০ সেকেন্ড লাগার কথা। যার অর্থ আপনি মিনিটে ৬টি ক্লিক করতে পারবেন। ৫০০ ক্লিকের জন্য আপনার প্রয়োজন হবে ১ ঘন্টা ২৩ মিনিট ২০ সেকেন্ড।
অবশ্যই আপনি যন্ত্রের মত কাজ করতে পারবেন না। মাঝে চা খাবেন, একটু হাটাহাটি করবেন, ফোনে কথা বলবেন। তারপরও দুঘন্টার বেশি লাগার কথা না। আর কোন কোন দিন আরো বেশি সময় ব্যয় করতেই পারেন। এমনকি সত্যিকারের লাভ হাতে এতে আরো কয়েক ঘন্টা বেশি কাজ করতেও আপত্তি থাকবে না।
তাদের শর্তগুলি কি ভালভাবে পড়ে দেখুন এবং মেনে চলুন। যে নিয়মগুলি অবশ্যই মানতে হবে তা হচ্ছে;
1. কোন সার্চ টুল ব্যবহার করবেন না। তারা ধরে ফেলবে।
2. সত্যিকারের ব্যবহারযোগ্য শব্দ লিখেই সার্চ করবেন।
আপনার একাউন্টে কত জমা হল তা জানতে পাবেন পরদিন। কাজেই কাজ শুরু করেই সেদিন যদি একাউন্টে কিছু না দেখেন তাহলে হতাস হবেন না।
ওয়েব সাইটে My Earnings অংশে Give my Payment Details ক্লিক করে আপনার আয়ের পরিমান জানতে পাবেন।
আপডেট
অনেকেই জানতে চেয়েছেন পে-পল একাউন্ট কিভাবে ব্যবহার করবেন। বাংলাদেশে পে-পল ব্যবহার করা যায় না। কেন যায় না সে প্রশ্ন সরকারকে করবেন। বিকল্প পথে পে-পল ব্যবহার করেন অনেকেই। এবিষয়ে বিস্তারিত লেখা হয়েছে ইন্টারনেট ব্যবসার জন্য পে-পল ব্যবহার নামে পোষ্টে। সেটা পড়ে দেখুন।
আপডেট
ওপরে উল্লেখ করা লিংকটি কাজ করছে না। গুগল সার্চ বক্সে কিওয়ার্ড লিখে সার্চ করে নতুন সাইট খুজে নিন। কেউ নির্ভরযোগ্য যায়গা পেলে অন্যদের জানাতে পারেন।
পিটিসি সাইটগুলির একটি দোষ হচ্ছে হঠাৎ করেই এগুলি উধাও হয়ে যায়। কোন সাইটের ওপর ভরসা করা যায় সে দায়িত্ব আপনার।
টাকা গ্রহনের জন্য পে-পল উল্লেখ করা হয়েছে। পে-পল বাংলাদেশে ব্যবহার করা যায় না। অন্যদেশে একাউন্ট করে ব্যবহার করতে হয়। এর পরিবর্তে একই ধরনের পদ্ধাতি মানিবুকারস (www.moneybookers.com) ব্যবহার করা যেতে পারে।
0 comments:
Post a Comment