Friday, 7 January 2011
অনলাইনে অর্থ উপার্জনের জন্য ৫টি ওয়েবসাইট
অনলাইনে অর্থ উপার্জনের জন্য রয়েছে অনেক ওয়েবসাইট বা মার্কেটপ্লেস। এক এক সাইটের কাজের পদ্ধতি এক এক রকম। কোন কোন সাইটে Bid (আবেদন) করে কাজ পেতে হয়। এসব সাইটে কাজ পাওয়ার জন্য কাজের মূল্য, অভিজ্ঞতা, রেটিং/ফিডব্যাক, কাজের sample ইত্যাদি বিবেচনা করা হয়। নুতন ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে এসব সাইটে সফল হতে হলে বেশ struggle (চেষ্টা) করতে হয়। অন্যদিকে কিছু মার্কেটপ্লেস রয়েছে, যেখানে কাজ জমা দিয়ে উপার্জন করা যায়, যেমনঃ গ্রাফিক্স ও ওয়েব ডিজাইনের বিভিন্ন elements. এক্ষেত্রে উক্ত ডিজাইন বা elements প্রফেশনালমানের না হলে উক্ত সাইটে গ্রহণযোগ্য হবে না। নুতনদের জন্য এক্ষেত্রেও সফল হওয়ার সম্ভাবনা কম। এসব দৃষ্টিকোণ থেকে মাইক্রো জব সাইটগুলো অনলাইনে উপার্জনের জন্য সত্যিকার অর্থেই সম্ভাবনার দ্বার উন্মোচিত করেছে। এসব সাইটে কোনরুপ Bid করার প্রয়োজন হয় না। যে কোন মূহুর্তে ফ্রি-রেজিষ্ট্রেশন করে কাজ শুরু করা যায়। নিচে ৫টি নির্ভরযোগ্য মাইক্রো জব সাইটের লিষ্ট প্রদত্ত হল।
http://www.microworkers.com
http://www.minuteworkers.com
http://www.shorttask.com/
http://www.rapidworkers.com/
http://www.myeasytask.com/
স্ব-অভিজ্ঞতা, নিজস্ব সার্কেল, বিভিন্ন ফোরাম ইত্যাদি মাধ্যমে এসব সাইটের নির্ভরযোগ্যতা প্রমানিত হয়েছে। অর্থাৎ, এসব সাইটে কাজ করে টাকা পাওয়ার নিশ্চয়তা রয়েছে। মাইক্রো সাইটগুলোতে বড় বাজেটের কোন কাজ পাওয়া যায় না। কাজগুলো ছোট ছোট এবং সম্পন্ন করতে সময় লাগে ৫ থেকে ১০ মিনিট। নুতন ফ্রিল্যান্সাররা সহজেই এ কাজগুলো করে অর্থ উপার্জন করতে পারেন। এসব সাইটে মূলতঃ Sign-up, Comments, Forum posting, digg, voting, facebook, twitter, bookmarking, yahoo answar ইত্যাদি Seo বিষয়ক কাজগুলো পাওয়া যায়। Seo শিখলে মাইক্রো সাইটের প্রতিটি সাইটেই আপনি কাজ করতে সক্ষম হবেন। আপনি যদি seo ভাল জানেন তবে একটি মাইক্রো সাইটেই প্রতিদিন কমপক্ষে ১ ডলার উপার্জন করতে পারবেন-এটা নিশ্চিতভাবেই বলা যায়। প্রতিদিন এ রকম ৫টি মাইক্রো সাইটে কাজ করলে কমপক্ষে ৫ ডলার উপার্জন করতে পারবেন যদি কাজের ব্যাপারে থাকেন আন্তরিক। যাদের নূন্যতম Page Rank-1 লেভেলের একটি ওয়েব সাইট রয়েছে তারা আরও বেশি উপার্জন করতে সক্ষম হবেন। Page Rank সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন। মোট কথা, Skill বা দক্ষতার কোন বিকল্প নেই। Seoতে দক্ষ হলে শুধুমাত্র মাইক্রো সাইটেই যে উপার্জনের সুযোগ রয়েছে-তা নয়, বড়ং বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটে যেখানে Bid করে কাজ পাওয়া যায়, যেমনঃ www.odesk.com, Freelancer.com, Scriptlance.com সেখানেও প্রচুর কাজ রয়েছে, যার বাজেটও ভাল, প্রতিযোগিতাও কম।
আশা করি নুতন ফ্রিল্যান্সাররা মাইক্রো সাইটে কাজের মাধ্যমে তাদের অনলাইন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারেন।
8 comments:
http://make-it-simply-easy-life.com/
আপনি কি অনলাইনে কাজ করে অর্থ উপার্জন করতে চান তাহলে এইখানে ক্লিক করুন http://www.earningcare.blogspot.com/p/blog-page_1966.html
অনলাইনে আয়ের উপর একটি পরিপূর্ণ ব্লগ
www.earningcare.blogspot.com
Http://www.neobux.com/?r=FanFiction সঙ্গে অনলাইন কার্যকরভাবে অর্থ উপার্জন করুন
Hello!
I am an affiliate program manager for InstaForex Group – the Best Broker in Asia.
We would like to offer you the affiliate program cooperation with InstaForex. If you are interested to get involve in high commission based program, please contact me and I will provide the details.
If you have any queries, do not hesitate to contact me.
শুভেচ্ছা জানাচ্ছি,
আমি হেমা ইন্সটাফরেক্স পার্টনার ম্যানেজার।
আমরা আপনাকে প্রস্তাব জানাতে চাই ইন্সটাফরেক্স পার্টনার প্রোগ্রামে যেখানে আপনি কমিশন পাবেন আপনার প্রতিটা গ্রাহক থেকে। গ্রাহকদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পাড়বেন। এর জন্য আপনাকে কোন ইনভেস্ট বা ট্রেড করতে হবে না ।
আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন, আমরা কৃতার্থ হব আমাদের পরস্পরের লাভ সম্পর্কে আলোচনা করতে । আমাদের এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন।
ধন্যবাদ। অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।
শুভেচ্ছা জানাচ্ছি,
আমি ইন্সটাফরেক্স পার্টনার ম্যানেজার।
যদি আপনার কোন প্রশ্ন তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ।
Post a Comment